বেতন বাড়লো সরকারি কর্মকর্তা কর্মচারীদের!

প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করেছে সরকার। এতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে ভাতা পাবেন, আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা পাবেন কিছুটা কম হারে।
অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী ভাতার হার:

১ম থেকে ৩য় গ্রেড: মূল বেতনের ১০%

৪র্থ থেকে ১০ম গ্রেড: মূল বেতনের ২০%

১১তম থেকে ২০তম গ্রেড: মূল বেতনের ২৫%

মহার্ঘ ভাতা কার্যকর হলে সর্বনিম্ন ৪,০০০ টাকা ও সর্বোচ্চ ৭,৮০০ টাকা পর্যন্ত বাড়তি টাকা পাবেন কর্মচারীরা। কেউই ৪,০০০ টাকার নিচে পাবেন না।

এই ভাতা চালু হলে পূর্বের ৫% বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে। তবে পেনশনভোগীরাও এই ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনে যুক্ত হবে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এই বাড়তি ভাতার অর্থ দিতে গিয়ে উন্নয়ন বাজেট কিছুটা কমানো হবে। পরিকল্পনা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, চলতি অর্থবছরের মধ্যেই এ ঘোষণা আসবে, যদিও নির্দিষ্ট হারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ২০১৫ সালের পে-স্কেল চালুর পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন আর বাড়ানো হয়নি। এদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায়, দীর্ঘদিন ধরেই কর্মচারীরা মহার্ঘ ভাতার দাবি করে আসছিলেন।

এই প্রেক্ষিতে, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী গঠিত একটি কমিটি মহার্ঘ ভাতা দেওয়ার যৌক্তিকতা পর্যালোচনা করে সুপারিশ করেছে।