‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম হোসেন জীবনও। তিনি রৌমারী দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
শুক্রবার গ্রেপ্তারদের পুলিশ কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।