ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) এই গ্রেপ্তার অভিযানে অংশ নেয়।
ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এখন পর্যন্ত এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে।