রাজধানীর মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় মোল্লা বস্তির বাসিন্দারা। উচ্ছেদ আতঙ্কে শনিবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে মিরপুর ১২ নম্বর এলাকার সড়ক অবরোধ করেন তারা।
এ ঘটনায় মিরপুর ১০ নম্বর থেকে ১২ নম্বরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে ওই সড়কে অনেক যানবাহনের জটলা তৈরি হয়েছে।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আদিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধের কারণে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধকারীদের সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।