সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হাসনাত আবদুল্লাহ,ফ্লোরে শুইয়ে রেখে বেত্রাঘাত : ফ্যাক্ট চেক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর গ্রেফতার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। ফেসবুকে দাবি করা হয়েছে, ০২ জানুয়ারি সন্ধ্যায় তাকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে আটক করা হয় এবং পরে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়। তবে গভীর অনুসন্ধানে জানা গেছে, এই দাবি পুরোপুরি মিথ্যা।

নকিব আশরাফ নামের এক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, ঢাকার মোহাম্মদপুর থেকে হাসনাতকে গ্রেফতার করে সেনানিবাসে নেওয়া হয়। তার দাবি অনুযায়ী, হাসনাতকে শারীরিক নির্যাতনের পর মুক্তি দেওয়া হয়। এ ছাড়া দেশ টিভির লোগো ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ডও ছড়ানো হয়েছে, যেখানে একই দাবি পুনরুক্ত করা হয়েছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, ০২ জানুয়ারি সন্ধ্যায় হাসনাত আবদুল্লাহ কুমিল্লার দেবিদ্বারে অবস্থান করছিলেন। তিনি দেবিদ্বার উপজেলা সদরে জাতীয় নাগরিক কমিটির একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

এর আগে সকালে তিনি দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে একটি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। স্থানীয় সংবাদমাধ্যম এবং কুমিল্লার কাগজের ইউটিউব চ্যানেলেও হাসনাতের উপস্থিতির প্রমাণ রয়েছে।

ভুয়া খবরটি মূলত sadhinbangladeshnews247 নামের একটি সন্দেহজনক ব্লগ থেকে ছড়ানো হয়েছে। ব্লগটি বিনামূল্যের ডোমেইনে পরিচালিত এবং সেখানে হাসনাতের গ্রেফতার নিয়ে একটি কল্পিত প্রতিবেদন প্রকাশ করা হয়।

দেশ টিভির আসল ফেসবুক পেজে এ ধরনের কোনো খবর প্রকাশিত হয়নি। বরং তাদের একটি পোস্টকে সম্পাদনা করে ভুয়া ফটোকার্ড বানিয়ে অপপ্রচার চালানো হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে যে, সেনাবাহিনীর পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহকে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করার কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে হাসনাত আবদুল্লাহর গ্রেফতার নিয়ে ছড়ানো তথ্য ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তি ছড়ানোর জন্য প্রচারিত হয়েছে। ভুয়া তথ্যের জালে না জড়িয়ে সঠিক ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।