“ড. ইউনূসের মন্তব্যে নতুন তোলপাড়, ‘শেখ হাসিনাই এই দেশের উপযুক্ত নেতা’!”

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এ দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত” শীর্ষক মন্তব্য করেছেন।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউবে ভাইরাল ভিডিওটি এ পর্যন্ত প্রায় ১ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১ হাজার ১০০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে প্রায় ৩০৭ মন্তব্য করা হয়েছে।

ভিডিও দেখতে: https://www.youtube.com/watch?v=8HXVy2L8UJk

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লাইভে এসে “এই দেশের দায়িত্ব নিয়ে ভুল করেছি। দেশ চালানো আমার পক্ষে অসম্ভব। এই দেশের জন্য শেখ হাসিনাই উপযুক্ত” শীর্ষক কোনো মন্তব্য করেননি বরং সাংবাদিক খালেদ মুহিউদ্দিনের সঙ্গে ড. ইউনূসের কথোপকথনের একটি খণ্ডিত অংশের পুরোনো ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

তাই ড.মুহাম্মদ ইউনূসকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।