আমার একটা নদী আছে, নদীটির অবস্থা খুবই খারাপ

সময়ের সেরা আ’লোচিত জনপ্রিয় নায়িকা জ্যোতি। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন। ফের খবরের শিরোনাম হলেন এই অ’ভিনেত্রী।

বুধবার রাত ৮টায় এক সাক্ষাৎকারে হাজির হন তিনি বলেন, ‘গাছ-পালা, কৃষি দিকে আমা’র ভীষণ টান। আমা’র পরিকল্পনা ছিলো- অ’ভিনয় জীবন শেষে অর্থাৎ আমা’র শেষ বয়সে আমি গ্রামে কা’টাবো। সেই সময় হয়তো কৃষি-খামা’র নিয়ে ব্যস্ত থাকবো।

কিন্তু এটা যে এতো তাড়াতাড়ি শুরু হবে তা আমি ভাবিনি। গত বছর করোনা শুরুর পর একমাস বাসায় কা’টালাম।

এরপর পর গ্রামের বাড়ি চলে যাই। আমাদের বাড়ির পাশে একটা বিরাট জঙ্গল ছিলো। একবার মনে হলো এই জঙ্গলটা শুধু শুধু পড়ে থাকবে কেনো। এখানে কিছু একটা করা যেতেই পারে।

জ্যোতিকা জ্যোতি কথায়, ‘আমি একটি নদী লিজ নিয়েছি। নদীটি ব্রক্ষপুত্রের একটি শাখা নদী। এটি কচরীপানা দিয়ে একদম ভরা। নদীটির অবস্থা খুবই খা’রাপ। আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য প্রশাসন অনেক সহযোগিতা করছে। মাজা করে বলতে পারি যে আমা’র একটা নদী আছে।’